সকাল নারায়ণগঞ্জ:
র্যাব-১১ অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ১৬০ কেজী জটকা মাছসহ ৪ জেলেকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া বাজারে এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। র্যাব-১১ এএসপি জসিম উদ্দিন পিপিএম জটকা মাছ উদ্ধারসহ ৪ জেলেকে আটক করার বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে অবগত করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার দ্রুত ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ৪ জেলেকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দেন।
অর্থদন্ডিত জেলেরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে জুয়েল (৪৫) একই উপজেলার হাজী শহীদ মিয়ার ছেলে ফারুক (৪২) সোনারগা থানার সম্ভপুরা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে রিজন (৩৮) ও একই থানার একই এলাকার শাহ আলম মিয়ার ছেলে শরিফুল ইসলাম (১৮)।
জানা গেছে, র্যাব- ১১ এএসপি জসিমউদ্দিন পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকশদল কলাগাছিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান কালে র্যাব-১১ একটি টিম ১৬০ কেজী নিষিদ্ধ জাটকা মাছসহ ৪ জেলেকে আটক করে। এবং উদ্ধারকৃত জটকা মাছ স্থানীয় ২টি মাদ্রাসায় বিতরণ করা হয়।