সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর গুলশান এলাকা হতে ১৬০ বোতল বিদেশি মদ এবং ১১৬ ক্যান বিয়ারসহ ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, মাদক বিক্রিত নগদ-১,৬২,০৬০/- টাকা এবং ২২ টি মোবাইলসহ নিম্নোক্ত ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মোস্তফা কামাল (৩৯), জেলা-ময়মনসিংহ, মোঃ আনিসুল হক (৩৩), জেলা-নীলফামারী, মোঃ মুর্তুজা (৫৬), জেলা-কুমিল্লা, মোঃ আল আমিন তালুকদার (৩৩), জেলা- বাগেরহাট, মোঃ স্বপন মিয়া (১৮), জেলা-নীলফামারী, মোঃ মঈন শরিফ (২৫), জেলা-খুলনা, মোঃ জাহাঙ্গির আলম (৫০), জেলা-রাজবাড়ী, মোঃ আশরাফুল ইসলাম (২৮), জেলা- নীলফামারী, মোঃ জাহেদুল ইসলাম (২৮), জেলা-ফরিদপুর, মোঃ সাজেদুল ইসলাম (২৫), জেলা-নীলফামারী, মোঃ তরিকুল ইসলাম (৩০), জেলা-মাগুরা, মোঃ ওমর ফারুক (৩০), জেলা- ময়মনসিংহ ও মোঃ কালাম (৪৮), জেলা- জামালপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের কৃত অপরাধ স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।