সকাল নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাবেক পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোঃ মেস্তফার বিদায় এবং একই থানায় পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এর দায়িত্ব পাওয়া জয়নাল আবেদীনের যোগদান ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হাইয়ের যোগদান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শনিবার (৯নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যোনদানকারী ও বিদায়ী পুলিশ ইন্সপেক্টরগণদের ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিদায়ী পুলিশ কর্মকর্তারে মঙ্গল কামনা ও যোনদানকরী পুলিশ সদস্যদের সাফল্য কামনা করেন।
ফুলের শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দীপক কুমার, সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারন সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।