1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাত - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান

সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

সম্মিলিত সঞ্চয় তহবিল নামে এক ভূয়া সমিতির মালিক রমজান আলীর খপ্পরে পরে প্রায় ১৫কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে গ্রাহকরা। 


বুধবার (২ই সেপ্টেম্বর) সকালে ১নং বাবুরাইল এলাকার বৌ-বাজারে সম্মিলিত সঞ্চয় তহবিল সমিতির কার্যালয় ঘেরাও করে ভুক্তভোগী গ্রাহকরা। এঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন সর্বহারা গ্রাহকরা।


লিখিত অভিযোগে বাদি বলেন, আমি মােঃ হৃদয় ( ২৯ ) , পিতা মােঃ রফিক মিয়া , সাং ০১ নং নয়াপাড়া , থানা ও জেলা নারায়ণগঞ্জ এই মর্মে বিবাদী ১ মােঃ রমজান মিয়া ( ৫২ ) , পিতা মৃত আঃ হক , সাং ০১ নং বাবুরাইল , টিপুর দোকানের সামনে , ২ শিপলু ( ৩১ ) , পিতা মােঃ আইয়ুব আলী , সাং আলসাবা , ভূইয়াপাড়া , উভয় থানা ও জেলা নারায়নগঞ্জ দ্বয়ের বিরুদ্ধে থানায় হাজির হইয়া লিখিত ভাবে অভিযােগ দায়ের করিতেছি যে , বিবাদীদ্বয় পরস্পর যােগসাজসে আমার নিকট হইতে সম্মিলিত সঞ্চয় তহবিল নামীয় একটা সমিতি খুলিয়া বিভিন্ন তারিখ ও সময়ে ২,৫০,০০০ / – ( দুই লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা এবং আমার বােন ০১।ঋতু ( ২৩ ) এর ৫.৫০,০০০ / – ( পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০২ নাসরিন ( ২৬ ) , পিতা মৃত নুরুল হক , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৯,৬৩,০০০ / – ( নয় লক্ষ তিষট্টি হাজার ) টাকা , ০৩। মােঃ রুহুল আমিন ( ৪২ ) , পিতা মৃত মকবুল হােসেন প্রধান , সাং ০১ নং বাবুরাইল , বৌবাজার , এর নিকট হইতে ২,৫০,০০০ / – ( দুই লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৪ মােঃ তােফাজ্জল তালুকদার ( ৩৫ ) , পিতা মৃত মােতালেব তালুকদার , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৪.৫০,০০০ / – ( চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৫ মােসাঃ মাফিয়া বেগম ( ৩০ ) , স্বামী আনােয়ার হােসেন , সাং ০১ নং বাবুরাইল , তারা মসজিদ , মােবারক শাহ রােড , এর নিকট হইতে ৫,৫০,০০০ / – ( পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ০৬ মােসাঃ পান্না বেগম ( ২৫ ) , স্বামী জামাল , সাং পাইকপাড়া , নামা পাড়া , সােহেল এর বাড়ীর ভাড়াটিয়া , এর নিকট হইতে ১,০০০০০ / – ( এক লক্ষ ) টাকা , ০৭ মােস্তফা ( ৪৮ ) , পিতা মৃত সামছুদ্দিন , সাং ০১ নং বাবুরাইল , বৌবাজার , এর নিকট হইতে ১,৭০,০০০ / – ( এক লক্ষ সত্তুর হাজার ) টাকা , ০৮ মনি আক্তার ( ২৬ ) , পিতা মৃত নুর ইসলাম , সাং তাতীপাড়া , এর নিকট হইতে ২,০০০০০ / ( দুই লক্ষ ) টাকা , ০৯ শাহিদা বেগম ( ৪৬ ) , স্বামী মৃত ইউনুস , সাং ফরাজী কান্দা মসজিদ , এর নিকট হইতে ২,২০,০০০ / – ( দুই লক্ষ বিশ হাজার ) টাকা , ১০ পুস্প বেগম ( ৫৫ ) , স্বামী মােঃ আজিজ মিয়া , সাং ০১ নং বাবুরাইল , এর নিকট হইতে ৬,৫০,০০০ / – ( ছয় লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা , ১১ আঃ সামাদ ( ৬৮ ) , পিতা মৃত আঃ করিম , সাং বেপারী পাড়া , মােবারক শাহ রােড , এর নিকট হইতে ৩,৭০,০০০ / – ( তিন লক্ষ সত্তুর হাজার ) টাকা , ১২।বানা বেগম ( ৩৫ ) , স্বামী মােরশেদ আলম , সাং ০১ নং বাবুরাইল , ৩,০০০০০ / – ( তিন লক্ষ ) টাকাসহ আরাে অনেক লোকজনের নিকট হইতে অনেক টাকা আত্মসাং করে ।ইং ০১/০৯/২০২০ তারিখ বিকাল অনুঃ ০৫.০০ ঘটিকার সময় আমি সহ অন্যান্য লােকজন বিবাদীদ্বয়ের নিকট আমাদের পাওনা টাকা চাইতে গেলে বিদায় আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও আমাদের টাকা দিবে না মর্মে হুমকি প্রদান করে । অতএব , বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করিতে জনাবের একান্ত মর্জি হয় ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL