সকাল নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে এবার এক প্রসূতি মাকে মাতৃকালীন স্বাস্থ্যসেবা দিয়েছেন নাসিক ৭,৮,৯ নং ওর্য়াড কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
রোববার (১৪ জুন) বিকেল ৪টায় এক প্রসূতি মায়ের ব্যথা উঠলে কাউন্সিলর দিনা ওই মাকে এসও রোড সংলগ্ন সুফিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং ওই মায়ের সকল ধরনের পরিক্ষা করায়। এদিকে নাসিক কাউন্সিলর দিনা ফেসবুকে এক স্ট্যাটাসে জানানঃ আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল কারীমের দরবারে।
আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে আজও এক প্রসূতি মাকে মাতৃকালীন স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হয়েছি।আজ বিকেল ৪টার দিকে ছোটভাই হাসিব আমাকে ফোন দিয়ে জানায় যে ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকায় আমার এক পরিচিত ব্যক্তির স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে।আমি সাথে সাথে হাসিবকে বলি আমি এখনই আমার মহিলা টিম পাঠাচ্ছি তুমি তাদের সহায়তায় ওই প্রসূতি মাকে নিয়ে এসও রোড সংলগ্ন সুফিয়া জেনারেল হাসপাতালে চলে আসো আমি হাসপাতল যাচ্ছি।
হাসিব ও আমার মহিলা টিম সেই প্রসূতি বোনকে নিয়ে হাসপাতাল আসলে আমি সাথে সাথে সুফিয়া জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা.তাইফুরুল হাসান ভাইকে বলি আমার এই রোগী প্রসব বেদনায় কাতরাচ্ছে আপনি দ্রুত রোগীর যা যা করার দরকার করুন। রোগীর মায়ের সাথে ডা. তাইফুরুল হাসান ভাই কথা বলে জানতে পারেন রোগী ২২ মাস আগে সিজারের মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন এবং রোগীর কোন কাগজ পত্র না থাকায় ডাক্তার জানান রোগীর কিছু টেস্ট করাতে হবে। আমি সাথে সাথে বলি যা যা টেস্ট করানো দরকার সব টেস্ট করেন।
এরপর ডা.তাইফুরুল হাসান ভাই রোগীর আল্ট্রাস্নোগ্রাম, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট,সিবিসি, এইচবিএস,ইউসিজি অব প্রেগন্যান্সি সহ ৬/৭ টা টেস্ট করার পর জানান রোগীর ডেলিভারি ডেট আরো এক মাস পর, ব্যথাটা অন্য কারনে হচ্ছে। তখন ডাক্তার রোগীকে সাথে সাথে স্যালাইন, ইনজেকশন পুশ করে এবং রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং স্যালাইন চলাকালীন সময় পর্যন্ত রোগীকে বিশেষ অবজারভেশনে রাখেন।
ডাক্তার জানান যে আপাতত আর কোন সমস্যা নাই স্যালাইন শেষ হলেই রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন এবং আগামী মাসের ১৫ তারিখ রোগীকে ভর্তি করাতে হবে। এরপর স্যালাইন শেষ হলে হাসপাতালের যাবতীয় বিল পরিশোধ করে এবং ডা.প্রেস্ক্রিপশন অনুযায়ী ঔষধ কিনে দিয়ে আমার মহিলা টিম সহ রোগীকে বাড়ি পৌঁছে দিয়ে আসি এবং রোগীর মাকে বলে দেই আপনাদের কোন টেনশন করতে হবেনা এখন থেকে সন্তান প্রসবের পরবর্তী একমাস মা ও বাচ্চার সম্পূর্ণ খরচ আমি বহন করবো এবং এইসময়ের মধ্যে যদি আবার কোন সমস্যা দেখা দেয় তাহলে আমাকে জানাবেন।
বরাবরের ন্যায় এবারও সবার প্রতি অনুরোধ করে দিনা বলেন,আপনার আশে পাশের কেউ যদি গর্ভবতী থাকেন তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর যদি এমন কেও থাকেন গর্ভবতী কিন্তু ডেলিভারি করার এই মুহুর্তে সামর্থ্য নেই আমার সাথে যোগাযোগ করবেন।আল্লাহর রহমতে বিপদ কারো জন্য থেমে থাকেনা।এই দূর্যোগে আল্লাহপাক সবাইকে হেফাজত করুন এই দোয়া করি।
যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে দিনা বলেন,ছোটভাই হাসিবকে এবং আমার টিম মেম্বারদের সহায়তা করার জন্য ধন্যবাদ। সময় মত এই গর্ভবতী মাকে নিয়ে না আসলে হয়তো বড় ধরনের কোন অঘটন ঘটে যেতে পারতো। আবারো ধন্যবাদ ডাঃ তাইফুর ভাই সহ তার প্রতিষ্ঠানের সকল ডাক্তার নার্সদের।