সকাল নারায়ণগঞ্জঃ
কোভিড-১৯ বিস্তার প্রতিরোধে গত ৩১ মে থেকে জেলায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও রেল চলাচল শুরু হলেও এখনো করোনার ক্লাস্টার খ্যাত নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না ইজিবাইকগুলো এখনো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না।
রবিবার(৭ জুন) নগরীর বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করে এ দৃশ্য দেখা যায়।
দেখা যায় একটি ইজিবাইকে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই চালকসহ গাদাগাদি করে বসে যাতায়াত করছে যাত্রীরা। যাতে করে করোনার সংক্রমণের শংকা আরো বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চালক এবং যাত্রী উভয়েই।
শাওন নামের এক যাত্রী জানায়, বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে এভাবে। আগে বাসে সিট না পেলে দাড়িয়ে যাওয়া যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী পারছিনা। যার জন্যে আমাদের গন্তব্যস্থলগুলোতে সময়মত পৌছাতে পারছি না। তাছাড়া আমাদের লোকাল এড়িয়াতে বাসের সংখ্যা অনেক কম তাই চালকরা বাধ্য করছে যাতায়াত করতে।
ফরিদ নামের এক ইজিবাইক চালক জানান, বাসের জন্য আইন হয়েছে আমাদের জন্য না। আর পেটের ক্ষুধায় করোনার ভয় কি তা ভুলে গেছি আমরা। যথাসম্ভব আমরা চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের চলাচল করাতে। তবে যাত্রীর সংখ্যা বেশি হওয়াতে তা মানা যাচ্ছে না।
এইন বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে নগরীর সচেতন সমাজ জানায়, ইজিবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আইনের পাশাপাশি যাত্রীদের সচেতন হওয়াই দরকার। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কাছে দাবী জানাই ইজিবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য কঠোর পদক্ষেপ নেয়া হোক। তা নাহলে জেলায় করোনার বিস্তার ঠেকানো সম্ভব না।