সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আজ শনিবার (৩০মে) নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সবশেষ এই তথ্য তুলে ধরেন।
শুক্রবার একদিনে রেকর্ড ২ হাজার ৫২৩ রোগী শনাক্তের খবর দিয়েছিলেন তিনি। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বৃদ্ধির গতি কমেছে।
আগের দিন মৃত্যু হয়েছিল ২৩ জনের। শনিবার (৩০মে) ২৮ জনের মৃত্যুর দেশে একদিনের হিসেবে সর্বাধিক। দেশে একদিনে ২৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু আগেও একবার ঘটেছিল।
বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৫০টি ল্যাবে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আগের দিন ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ শনিবার নমুনা পরীক্ষা দেড় হাজারের মতো কম হয়েছে।
শনিবার পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।
নতুন করে ১ হাজার ৭৬৪ রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।
আর মৃতের সংখ্যায় ২৮ জন যোগ হওয়ায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিনজন নারী।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে উঠলেন।