সকাল নারায়ণগঞ্জঃ
সিটি কর্পোরেশন ও ওয়াসার অনুমতি ছাড়াই নাসিক ১২ নং ওয়ার্ডে ওয়াসার পানির লাইন অবৈধ্যভাবে সংযুক্ত করার চেষ্টা রেজা উল করীমের।
বৃহস্পতিবার(২১ মে)দুপুর ২টায় এই ঘটনাটি ঘটে। এ সময় এলাকাবাসী তাকে অবৈধ্যভাবে মাটি কেটে ওয়াসার পানির লাইন নিতে বাঁধা প্রদান করে।
খবর পেয়ে গনমাধ্যমকর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে।এসময় নাসিক কর্তৃক ওয়াসার কোন অনুমতিপত্র আছে কিনা রেজা উল করীমকে জিজ্ঞাসা করা হলে সে জানায়,ওয়াসার লাইন নেবার জন্য সিটি কর্পোরেশনে টাকা জমা আছে কিন্তু তা এখনো ব্যাংকে জমা নেই।আর তাছাড়াও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু ও নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা হিরোন এই বিষয়ে জানে।আপনারা ফোন দেন তাদের।
এরপর তিনি কাউন্সিলর ও পরিচ্ছন্ন কর্মী মোবাইল নাম্বার লিখা একটি কাগজের টুকেন বের করে দেখায় কিন্তু সেখানে সিটি কর্পোরেশনের কোন অনুমোদন বা কোন স্বাক্ষর নেই।
অবৈধ্যভাবে ওয়াসার লাইনের জন্য মাটি কাটার বিষয়টি ওয়াসা অফিস জানে কিনা তার জন্য ফোন করলে অফিসের এক কর্মকর্তা ফোনটি রিসিভ করে কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছুক।তিনি জানায়,রেজা উল করিম ওয়াসার লাইন নেবার জন্য অফিসে টাকা জমা দিয়েছে কিন্তু তা এখনো ব্যাংকে জমা হয়নি।আর রাস্তা কেটে ওয়াসার লাইন সংযুক্ত করার বিষয়ে সে অজ্ঞাত নয়।
এ বিষয়ে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকুকে ফোন দিলে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে গণমাধ্যমকর্মী দের কাছ থেকে এ বিষয়ে শুনেছি। এবিষয়ে আগামীকাল আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আমি আগামীকাল কাল ফোন দিয়ে আমার ডিপার্টমেন্ট এর লোক আনাবো। ঈদ ও করোনা ভাইরাসের কারণে আমাদের ডিপার্টমেন্ট বন্ধ থাকার কারণে ওই ভদ্রলোক এই সুবাদে অবৈধভাবে পানির লাইন সংযুক্ত করছিলো যা আইন সংগত নয়। এটি সম্পুর্ণ বেআইনি। সে প্রশাসনের লোক হয়ে এভাবে বেআইনি কাজ করেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।