সকাল নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে এক অসহায় মা ও তার শিশুকে খাদ্য দিয়ে সহায়তা করলেন নাসিক ৭,৮,৯ নং ওর্য়াডের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
রোববার (১৭ মে) দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় তিনি এ খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন নিজ হাতে। সুত্রে জানা যায়,দক্ষিণ কদমতলী নয়াপাড়াআশেক আলীর ভাড়াটিয়া বাচ্চা গর্ভে আসার ৩/৪ মাসের মাথায় স্বামী স্ত্রী কে একা ফেলে চলে যায়।অত্র এলাকার পাশেই অবস্হিত এক গার্মেন্টস এ মহিলা ও তার স্বামী চাকরী করত।
স্বামী চলে যাওয়ার পর মহিলাটি একাই গর্ভের সন্তান নিয়ে চাকরী করে জন্য জিবন যাপন করতে থাকে কিন্তু ডেলিভারির সময় ঘনিয়ে আসলে মহিলা চাকরী ছেড়ে দেয় এবং এর মধ্যে করোনার জন্য লকডাউন ও চলে আসে তাই মহিলাটির মা বা কোন আত্বীয় তার কাছে আসতে পারেনা।
এমতাবস্থায় বিগত আট দিন পূর্বে গভীর রাতে মহিলাটির প্রসব ব্যাথা শুরু হলে পাশের মহিলারা স্হানীয় এক দাই কে ডেকে এনে নারীটির ডেলিভারি সম্পন্ন করে এবং একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়।কিন্তু বর্তমানে নব্য জন্ম শিশুটি মায়ের বুকের দুধ তেমন পায়না আর ঘরেও নারীটির কোন খাবার নেই।
এরুকম সংবাদ পেয়ে কাউন্সিলর আয়শা আক্তার দিনা সাথে সাথে মায়ের জন্য খাবার ও শিশুটির জন্য দুধ নিয়ে যান। নাসিক কাউন্সিলর দিনা আশ্বাস দিয়ে বলেন লকডাউন চলাকালীন মহিলাটির আত্বীয় না আসা পর্যন্ত তাদের প্রয়োজনীয় খাবার ঔষধ যা লাগে সব পৌঁছে দিবে।