সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের পাশের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে ইতোমধ্যে দেশের অন্যতম পাইকারি কাপড়ের মার্কেটটির অর্ধেকের বেশি পুড়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট।
মার্কেটের প্রায় ৩০টির মতো দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। এরমধ্যে ১২ টি ঔষধের দোকান, ৫টি চালের দোকান ও বাকিগুলো কাঁচাবাজারের দোকান। আগুন এখনো জ্বলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার সংবাদে দ্রুত কাঞ্চন, আড়াইহাজার ও ডেমরা ষ্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ইতোমধ্যেই অর্ধেক কাঁচাবাজার পুড়ে গেছে। মার্কেটে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে তিনি জানাতে পারেননি।