সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া জেলা সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে সাংসদ সেলিম ওসমানের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ টার্মিনাল ষ্টেশন এলাকায় সামাজিক দূরত্ব মেনে এ চাল বিতরণ করা হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৮০০ জন শ্রমিকের মাঝে বন্ধন পরিবহনের ১৮০ জন, উৎসব পরিবহনের ১৩৫ জন, আনন্দ পরিবহনের ১৩০ জন, বন্ধু পরিবহনের ১২৫ জন, বাধন পরিবহনের ১৩০ জন, শীতল পরিবহনের ৫০ জন, হিমাচল পরিবহনের ৩০ জন ও লেগুনা পরিবহনের ২০ জন শ্রমিকের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে মোট ১৬০০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহবায়ক এস এম রাজক হোসেন রাজা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামসুজ্জামান, কার্যকরী সভাপতি খাজা ইরফান আলী, সাধারণ সম্পাদক মো. জিলানী মাদবর, সহ-সভাপতি মো রব্বানী, সহ-সম্পাদক গিয়াস উদ্দিন, মনির হোসেন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন আলতু, রোড সম্পাদক আলামিন, মজিবর প্রমুখ।Attachments area