সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জবাসীর বহুল কাঙ্ক্ষিত জেলার প্রথম সরকারি পিসিআর ল্যাব উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। যারফলে এখন থেকে জেলায় করোনা চিকিৎসার পাশাপাশি করোনার নমুনা পরীক্ষা করা যাবে।
এই ল্যাবে একদিনে সর্বোচ্চ ৯০টি নমুনা পরীক্ষার পাশাপাশি ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ফলাফল। বুধবার(০৬ মে) দুপুরে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে তিনি ল্যাবটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেলিম ওসমান বলেন, আড়াই বছর আগেই নারায়ণগঞ্জের এই হাসপাতালটি ৫শ’ শয্যা করে মেডিকেল কলেজ করার কথা ছিল কিন্তু আমরা তা পারিনি। আমি বিশ্বাস করি এই দুরাবস্থা গেলে আমাদের নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে যাবে। আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ছিলেন বলেই আমরা এই পিসিআর ল্যাব স্থাপন করতে পেরেছি।
আমরা দৈনিক ৯০টা নমুনা টেস্ট করতে পারবো। জনবল বাড়লে আরও করতে পারবো। তখন ১৮০ থেকে ২০০ জনও টেস্ট করতে পারবো। সাধারণ সর্দি, কাশি হলেই হাসপাতালে ভিড় করবেন না। চিকিৎসকের পরামর্শ থাকলেই কেবল করোনা পরীক্ষা করতে আসবেন। অকারণে হাসপাতালে ভিড় করে অসুবিধার সৃষ্টি করবেন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পুলিশের এএসপি সালেউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুদ্দোহা সঞ্চয়, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও রাইফেল ক্লাবের সেক্রেটারি খালেদ হায়দার খান কাজল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু প্রমুখ।