সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জকে করোনার হটস্পট বলা হয়।প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।করোনা ভাইরাসের ঠেকাতে সারাদেশে সাধারন ছুটি ঘোষনা করেছে সরকার। ফলে নিম্ন আয়ের অনেক মানুষ বেকার হয়ে পড়েছে । বেকার হয়ে পড়া কর্মহীন এসব মানুষের বাড়িতে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট।
এসব মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাঠানো হয়েছে খাদ্য সহায়তা। আর এসব খাদ্য সহায়তা নিয়ে করোনা আতঙ্কের মধ্যেও অসহায়দের দরজার কড়া নাড়ছেন জনপ্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা এর মাধ্যমে ২৫৫৭টি পরিবারের পেয়েছে খাদ্য সহায়তা।
নাসিকের মাধ্যমে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার-১৩৯৫ টি শিশু খাদ্য পেয়েছে ৬২ টি ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ -১০০০ টি মডেল গ্রুপ থেকে পাওয়া ১০০ টি ৩০ এপ্রিল পর্যন্ত এসব খাদ্য বিতরনের পাশাপাশি জনগনের সচেতন করা লক্ষ্যে বেশ কিছু কর্মসূচী অব্যাহত রেখেছেন নাসিকের সংরক্ষিত ওয়ার্ডের এই নারী কাউন্সিলর। এ ব্যাপারে কাউন্সিলর দিনা বলেন, আমার ওয়ার্ডের চাহিদার তুলনায় খুব কম সহায়তা পেয়েছি তারপরও সচ্ছভাবে সুষ্ঠ বন্টনের মাধ্যমে চেষ্টা করছি প্রকৃত ভুক্তভোগীরা যাতে খাদ্য সহায়তা পায়।
কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায়। আমি একজন সংরক্ষিত নারী কাউন্সিলর হওয়ায় ৩টি ওয়ার্ডের জনগনকে আমার সহায়তা করতে হয়। তবে একজন পুরুষ কাউন্সিলর থেকে আমরা অনেক কম সরকারি সহায়তা পাচ্ছি ।তারপরও আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগনের পাশে দাড়াতে চেষ্টা করছি। তিনি আরো বলেন, সরকার সহায়তা কম আসায় আমি সবার কাছে এখনও খাদ্য সহায়তা পৌছে দিতে পারি নাই, তবে ব্যক্তিগত উদ্যোগে অনেককে সহায়তা প্রদান করেছি। আমার পাওয়া ত্রানগুলো অসহায়দের কাছে পৌঁছে দিতে একটুও অবহেলা করছি না। আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের কাছে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত সহায়তা পৌঁছে দিতে।