সকাল নারায়ণগঞ্জঃ
কুতুবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। ওয়ার্ডটিতে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, কর্মহীন অসহায় মানুষের সংখ্যা বেশী হওয়ায় খাদ্য চাহিদা বেশী। তবে মহামারী আকার ধারণকারী এ করোনা ভাইরাস প্রতিরোধে ও কর্মহীনদের খাদ্য চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাবেক ও বর্তমান দুই মেম্বারই।
বর্তমান মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পক্ষ থেকে কয়েক ধাপে মোট ৭৫০ প্যাকেট খাদ্য সহায়তা পেয়েছি যা সঠিকভাবে নিয়ম মেনে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। এছাড়া শুরুতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।
এদিকে, সাবেক মেম্বার আবু বক্কর সিদ্দিক জানান, বলেন, দান কখনো বলে করতে হয় না। আল্লাহকে খুশী করার জন্য যতটুকু পেরেছি করেছি। আমি আমার সাধ্য মতো খাদ্য সামগ্রীর উপহার দিয়ে সহযোগীতার চেষ্টা করেছি। ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি রাতের আধারে, কোনো ছবি তুলি নাই। প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিলো ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি লবন। এছাড়াও প্রায় ১শ জনকে অর্থ দিয়েও সহায়তা করেছেন বলে জানান তিনি।
এছাড়া জনসচেতনতা সৃষ্টিতে এলাকায় মাইকিং করা, নির্দিষ্ট সময়ের পর দোকান-পাট বন্ধ রাখতে বলা সহ সামাজিক দুরত্ব মেনে চলা হচ্ছে কিনা সেদিকে তদারকি করছেন সাবেক ও বর্তমান এ দুই মেম্বার।
সাবেক ও বর্তমান এই দুই মেম্বার আরো জানান, সামনে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে সাধ্যমতে ঈদ সামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌছে দিবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ দুজন।
তারা সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ রেখে বলেন, দেশের এ দুর্যোগময় পরিস্থিতিতে তারা যাতে অসহায়দের পাশে এসে দাড়ায় এবং যার যার অবস্থান থেকে সাধ্যমতো সহায়তা করেন।