সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ টুডেঃ আবু বকর ছিল সোনারগাঁয়ে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগী। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র। তবে, উপজেলার প্রথম করোনা আক্রান্ত সেই আবু বকর সুস্থতার দিক দিয়েও প্রথম হয়েছে। করোনাকে জয় করে ইতোমধ্যে সে বাড়ি ফিরে এসেছে।
এদিকে, আক্রান্ত আবু বকর সুস্থ হয়ে ফিরে আসায় তার পরিবারসহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাহস বৃদ্ধি পেয়েছে অন্যান্য আক্রান্তদের মাঝেও।
অন্যদিকে শুক্রবার (১ মে) সন্ধ্যার দিকে আবু বকরকে ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম। এসময় তিনি আবু বকরকে বই, ডায়েরী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক উপহার দেন।
১৩ এপ্রিল আবু বকরের করোনা শনাক্ত হয়। এরপর উপজেলা প্রশাসন তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে এবং নিয়মিত তার খোঁজ খবর নিয়েছিলেন ইউএনও সাইদুল ইসলাম। এদিকে ১৮ দিন চিকিৎসা শেষে আবু বকর করোনাকে জয় করে বাড়ি ফিরে আসার সংবাদে উপজেলা ইউএনও সাইদুল ইসলাম শিশুটির বাড়ি বৈদ্যের বাজারে ফুল নিয়ে ছুটে যান। এসময় আবু বকরের মা-বাবসহ অন্যান্যদের উপস্থিতিতে ইউএনও শিশুটির হাতে ফুলসহ তার জন্য নেওয়া উপহার সামগ্রী তুলে দেন। এসময় ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে কেঁদেই ফেলেন তার মা-বাবা।