সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অমিত হাসান মিরাজের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। বুধবার(২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অমিতের খোজ নিতে স্বেচ্ছাসেবক টিম পাঠানো হয়েছে।
স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত থেকেই কোভিড-১৯ বা করোনা পজিটিভ হয়েছে অমিত। আমি এই করোনা যোদ্ধার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন অমিত কে সুস্থ করে দেয়, আমি অমিত ও তার পরিবারের পাশে আছি, এবং সোনারগায়ের সকল আক্রান্তের জন্য সব ধরনের সহযোগিতা করে যাবো।
প্রসঙ্গত,সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক হিসেবে করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়ে জনগণকে সচেতন, অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের হয়ে ত্রান সামগ্রী বিতরণ করার কাজে নিয়োজিত থাকার মধ্যে আক্রান্ত হন অমিত হাসান মিরাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনে জ্বর, ঠান্ডা ও কাশি দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হলে আজ তার রিপোর্ট আসলে তারা করোনা পজিটিভ পাওয়া যায়।
দুস্থ মানুষকে সচেতন ও তাদের ত্রান সহায়তা দিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলার অসহায় ও একজন স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগের মোঃ এরশাদ আলীর একমাত্র সন্তান অমিত হাসান মিরাজ।
নিজেকে মানবিক কাজে নিয়োজিত করেছিলেন অনেক আগেই। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে এমন বেশ কয়েকটি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে ব্লাড ফর নারায়ণগঞ্জ নামে একটি স্বেচ্ছায়, বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।