সকাল নারায়ণগঞ্জঃ
ফতুল্লার বিসিকস্থ কেএন্ডডি ফ্যাশন গার্মেন্টস কোম্পানির মালিক দুই মাসের বেতন আটকিয়ে রেখে প্রাণ নাশের হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করেছে কেএন্ডডি ফ্যাশন গার্মেন্টসের কর্মচারীরা।
এঘটনায় শুক্রবার(২৪ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় কেএন্ডডি ফ্যাশন গার্মেন্টসের কর্মচারী মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন(অভিযোগ নং-২৭৮৯/২৪-০৪-২০২০)।
বাদী জাহাঙ্গীর আলম জানান, বিগত দুই মাসের বেতন ৬ লাখ আটকিয়ে রেখেছে মালিক বাদশা মিয়া। এই দুর্দিনে আমিসহ আমার সহকর্মীরারা না খেয়ে মরার পর্যায়ে। মালিক বাদশা মিয়ার কাছে বেতন চাইতে গেলেও নানারকম টাল বাহানা করে আমাদের ঘুরিয়ে আসতেছিলো ।
পরে শুক্রবার(২৪ এপ্রিল) তার বাসায় গিয়ে আমি এবং সহকর্মীররা বেতন চাই। তিনি আমাদের দেখা মাত্রই অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে এবং মারধর করার জন্য তেড়ে আসে। তিনি এসময় বলে, যদি আমরা আর কখনো বেতনের জন্য আসি বা কোনোরূপ বাড়াবাড়ি করি তাহলে আমাদের প্রাণ নাশ করবে অথবা মিথ্যে মামলা দিয়ে আমাদের ফাঁসিয়ে দিবে বলে আমাদেরকে তারিয়ে দেয়।
তাই এই মুহুর্তে নিরুপায় হয়ে নিজের জীবনের কথা চিন্তা করে থানায় অভিযোগ করি।
এই বিষয়ে কেএন্ডডি ফ্যাশন গার্মেন্টস’র মালিক বাদশা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি যার জন্য এই বিষয়ে তার পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায় নি।