সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন রমজান মাস উপলক্ষে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রায় ২’শ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডস্থ হীরাঝিল, মিজমিজি কালু হাজী রোড এবং মজিববাগ এলাকায় বেকার যুবকদের হাতে কাউন্সিলর ওমর ফারুকের পক্ষে এ খাদ্য সামগ্রী তুলে দেন ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মনা, শরিফুল, ইয়াছিন, রাব্বি, রিয়াজুল ও ইকবাল।
এসময় বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ তহবিল থেকে আসা খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের ব্যক্তিগত অর্থায়নেও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানিয়েছে তারা। কাউন্সিলর ওমর ফারুক বলেন, করোনা ভাইরাস মহামারী রূপ নেওয়ায় জনসমাগম এড়াতে দেশে সাধারণ ছুটিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে।
তাছাড়া একদিন পরেই পবিত্র মাহে রমজান মাস শুরু। এমতাবস্থায় কর্মহীন নিম্ন আয়ের মানুষগুলো যাতে খাবারের অভাবে কষ্ট না করে সেজন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবেও মানুষ খাদ্য সহযোগীতা দিয়ে যাচ্ছি। তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।