সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের সাটারের তালা কেটে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহম্পতিবার সকাল ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে স্থানীয় হাইজাদী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের শিমুলতলী বাজারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের এক নিকট আত্মীয় স্থানীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল মামুন জানান, রমজান হার্ডওয়ার ও জসিম স্টোর অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের সাটারের তালা কেটে রাতে একদল দুর্বৃত্ত নগদ এক লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে। তিনি আরো বলেন, পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত. ২১ এপ্রিল রাতে স্থানীয় বাগানগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানা গেছে। এদিকে করোনাভাইরাসের আতংকে মানুষ যখন বিপর্যস্ত। ঠিক এ সময় ক্রমেই ঘটছে ডাকাতির ঘটনা। এতে জনমনে ব্যাপকভাবে ভীতির সৃষ্টি হয়েছে। আড়াইহাজার ওসি তদন্ত বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।