1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
শেষ বিদায়ে স্বজনরা পাশে না থাকলেও আছেন সফিউদ্দিন প্রধান - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে – মুফতি মাসুম বিল্লাহ কালীর বাজারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত বন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বুঝাবুঝির অবসান ইসলামী আন্দোলনের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিমিয় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ফতুল্লায় আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করা হয় রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন  হামলার প্রতিবাদে মানববন্ধন

শেষ বিদায়ে স্বজনরা পাশে না থাকলেও আছেন সফিউদ্দিন প্রধান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৬৯ Time View
শেষ বিদায়ে স্বজনরা পাশে না থাকলেও আছেন সফিউদ্দিন প্রধান (ছবি সকাল নারায়ানগঞ্জ)
শেষ বিদায়ে স্বজনরা পাশে না থাকলেও আছেন সফিউদ্দিন প্রধান (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

করোনাভাইরাস যেন গোটা বিশ্বকে বদলে দিয়েছে। বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণ ও। সংক্রমিত হয়ে প্রাণ হারানোর ভয়ে কমে যাচ্ছে মানবিক বোধও। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে কেউ পাশেও যাচ্ছিল না।

করোনাভাইরাসে মারা যাওয়া এক মহিলার লাশ শ্মশানে নিতে কেউ এগিয়ে এল না। পরিবারের আপনজনেরা ভয়ে কাছে যাননি। মহিলার লাশটি খাটের উপর পড়ে ছিল। মরদেহটিকে শ্মশানে নিয়ে যাবে কে? তাকে ¯স্নান করাবে কে? দাহ- কে করবে? পরিবারের কেউ সাহস করেনি। তবে সেই সময়ই একটা ফোন করেছিল সফিউদ্দিন প্রধানের মুঠোফোনে। ফোন পেয়েই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সফিউদ্দিন প্রধান তার স্বেচ্ছাসেবী সহকর্মীদের নিয়ে ওই মহিলার মরদেহ আনতে যান তিনি।

তারা মরদেহটি খাট থেকে নামিয়ে বাইওে নিয়ে আসেন। শ্মশানে নিয়ে গিয়ে লাশের সৎকার করেন তিনি। এতে তিনি এক মহৎ মানবিকতার পরিচয় দেন। যা অন্য সকলের জন্য দৃষ্টান্তমূলক, শিক্ষামূলক। ওই ঘটনার একটি ভিডিও সফিউদ্দিন প্রধান পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

তারপর যা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সবাই জেনেছেন। ঘটনাটি ঘটে নারায়নগঞ্জের ১৪ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় মৃত. সমীর করে বাড়িতে। মৃত মহিলাটির নাম শিল্পী তিনি নন্দীপাড়া এলাকার সমীর করের বাড়ির ভাড়াটিয়া । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার লাশ শ্মশানের নেওয়ার জন্য পাড়া প্রতিবেশি, আত্মীয়-স্বজনসহ কেউই এগিয়ে আসেননি। সফিউদ্দিন প্রধান সকাল নারায়নগঞ্জকে বলেন, মৃত শিল্পী রানীর স্বামী বিমলের ফোনে সকাল ৭ টায় আমার ঘুম ভাঙ্গে। বিমল ফোন দিয়ে বলে তার স্ত্রী শিল্পী মারা গেছে।

সে বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রী ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগতেছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে করোনা পরীক্ষা করা হলে চিকিৎসক তাকে করোনা রোগে আক্রান্ত। আজ সকাল ৫ টায় সে মারা যায়। আমি সাথে সাথে তার বাসায় গিয়ে দেখা করে সকল আত্মীয় স্বজনদের খবর দিতে বলি আর কোন প্রয়োজন হলে আমাকে জানাতে বলে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর বিমল ফোন করে বলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় কেউ এগিয়ে আসছে না।

এ কথা শুনে আমি মসজিদের মাইকে সবাইকে এগিয়ে আসার আহবান জানালে কেউই এগিয়ে আসেনি। তখন আমি আমার ৮/১০ জনের একটি স্বেচ্ছাসেবীদল নিয়ে লাশটিকে বাড়ি থেকে নামিয়ে সিটি কর্পোরেশনের দেওয়া ব্যাগে করে লাশটি নিয়ে শ্বশানে চলে গেলাম এবং লাশটিকে দাহের কাজ সম্পন্ন করলাম। আমি ছাড়াও আমার স্বেচ্ছাসেবী দলের সিরাজ, মামুন,ওবায়দুল জামান, তুহিন, আকাশ এবং শুকুর সহ ৮/১০ জন ছিল।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL