সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নিজ ওয়ার্ডের চারটি স্থানে জনসাধারণের হাত ধোয়ার জন্য নতুন করে ৪টি পানির ট্যাংকি বসিয়ে দিয়েছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ১৭ নং ওয়ার্ডের বউবাজার, নয়াবাজার মোড়, নামাপাড়া সিড়ি ঘাটলা এবং জল্লাড়পাড় মোল্লা বাড়ির সামনে ৪টি পানির টাঙ্কি বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দেন।
কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, যেসব এলাকায় খাবার পানির সমস্যা ছিল সেগুলোর সমাধান করে দিয়েছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আমার ওয়ার্ডে নতুন করে ৪টি ট্যাংকি বসিয়েছি। যাতে মানুষ সেখানে হাত ধুতে পারে। এরআগে ১২টি পানির ট্যাংকি বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। করোনা থেকে বাঁচার জন্য সচেতনতা ছাড়া বিকল্প কোন উপায় নেই।
কাউন্সিলর বাবু বলেন, কারো যাতে মানুষের খাবারের কষ্ট না হয় সেজন্য আমার ফেসবুকে ফোন নং দেয়া আছে। যে যেখান থেকেই ফোন করছে সেখানেই খাবার পাঠিয়ে দিচ্ছি। দেওভোগ, সৈয়দপুর, বিসিক, চৌধুরীবাড়ি কিংবা বাবুরাইল থেকে যেই খাবারের জন্য ফোন দিচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি প্রতিদিনই খাবার ২০০ থেকে ৫০০ পরিবারে পাঠাচ্ছি। ১৫ হাজার পরিবারে খাবার বিতরণের টার্গেট নিয়ে কাজ করছি। ইতিমধ্যে ৯ হাজার পরিবারে খাদসামগ্রী পৌঁছে দিয়েছি।