সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার আশিকঃ
সফিউদ্দীন প্রধান যিনি হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর। বর্তমানে দেশের এই পরিস্থিতিতে করোনা মোকাবেলায় মোটামুটি সব কাউন্সিলররাই কম বেশ এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সফিউদ্দীন প্রধান হল্রন এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি তার ১৪নং ওয়ার্ড এ নন্দীপাড়া, দেওভোগ, দাতা সড়ক, গলাচিপা, উকিল্পাড়াসহ তার ওয়ার্ড এর সকল জায়গায় গরিব দুখীদের মাঝে তিনি ত্রান দিয়েছেন। তিনি সরকারি সহয়তাসহ তার নিজ তহবিল থেকেও প্রায় ৫০০০ পরিবারের মাঝে তিনি ত্রান দিয়েছেন। এছাড়াও তিনি তার সেচ্ছাসেবক কর্মী শিরাজ, অবাইদুল, তুহিন, পবন প্রধান, দরপন প্রধান, দের নিয়ে করোনায় আক্রান্ত ১জন মুসলিম ও ২জন হিন্দু লাশ দাফন করেন।
তিনি আরও বলেন, আমি সবার ঘরে ঘরে ত্রান পৌছে দিচ্ছি। আমি বেচে থাকতে আমার ওয়ার্ডবাসী না খেয়ে মরবে না। আমি যতক্ষন পর্যন্ত করোনায় আক্রান্ত না হই বা অসুস্থ না হই ততক্ষন পর্যন্ত আমি আমার সেবায় নিয়োজিত থাকবো। আপনারা সবাই আমার জন্ন্যে দোয়া করবেন যাতে করে আমি সবার সেবায় নিয়োজিত থাকতে পাড়ি।