সকাল নারায়ণগঞ্জঃ
“বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিষিশ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহ্জালাল গুরুতর অসুষ্হ্য।
গত বুধবার রাতে অসুস্হ অবস্থায় রাজজধানীর ইউনাইটেট হাসপাতালে আই,সি,ইউতে ভর্তি আছেন, ওনার অবষ্হা খুবই শংকটাপন্ন হওয়ায় নারায়নগ্জবাসী ও ব্যাবসায়ীদের কাছে তার পরিবারের পক্ষ থেকে সবাই কে ওনার জন্য দোয়া করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।