সকাল নারায়ণগঞ্জঃ
অনেকেই সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় আসছেন, ভিড় জমাচ্ছেন। যা সরকারি নির্দেশনার পরিপন্থি। এতে করে করোনাভাইরাস ঝুঁকির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু কিছুতেই মানুষ সচেতন হচ্ছেন না। বাড়িতেও থাকছে না। এবার এসব মানুষদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকারী নির্দেশনা অমান্যকারী কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।
জসিম উদ্দিন বলেন, অভিযান আরও জোরদার করে সেনাবাহীনি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলা প্রশাসন মানুষকে ঘরে রাখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সার্বক্ষনিক অভিযান পরিচালনা করা হবে।
এসময় তিনি সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানও কাউন্সিলদের সরকারী নির্দেশনা সমূহ মাইকিং করে গণপ্রচার চালানোর নির্দেশ দেন।
জসিম উদ্দিন বলেন, নারায়নগঞ্জে সর্বশেষ ৩ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ পাওয়া গেছে। সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন, আইসোলেশনে কেউ নেই, মৃত্যু নেই। অদ্য কোনো লোক আক্রান্ত নেই। হোম কোয়ারেন্টাইনে ৪৮৬ জন, যার মধ্যে অদ্য ৩৮ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত মোট ৩৫২ জন, অদ্য ৫০ জন। ১ মার্চ থেকে অদ্য পযর্ন্ত বিদেশ থেকে মোট প্রত্যাগত ৬০০৮ জন। ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি মোট ১১ শ ৮৮ জন। ব্যক্তিগত সুরক্ষা স্রামগী (পিপিই) বিতরন করা হয়েছে ৬৪১ টি, অদ্য মজুদ রয়েছে ১০৬৭ টি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।