সকাল নারায়ণগঞ্জঃ
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পূর্ব ঘোষণানুযায়ী কঠোর অবস্থানে নগরীর সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। বৃহস্পতিবার(০২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন কানিজ ফাতেমা’র নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো টহল দেয় সেনাবাহিনী।
এসময় বিশেষ প্রয়োজন না হলে কাউকেই ঘর থেকে বের না হতে অনুরোধ করছেন সেনা সদস্যরা। একই সঙ্গে তারা সাধারণকে সতর্কও করে দিচ্ছেন যে, সরকারি আদেশ, নির্দেশ অমান্য করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে তারা বাধ্য হবেন।
ক্যাপ্টেন কানিজ ফাতেমা জানান, বুধবার আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, সে নির্দেশ যথাযথভাবে পালন করছি। অযথা কেউ আড্ডা দিচ্ছে বা জনসমাগম দেখলেই তা ভেঙ্গে দিয়ে বাসায় যাবার নির্দেশনা প্রদান করছি। সিভিল প্রশাসনের যে কোনো কাজে সাহায্য করতে আমরা এগিয়ে আসছি। গতকাল থেকেই আমরা আরো কঠোরভাবে মোতায়েন হয়েছি যেন দেশের মধ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারি এবং করোনাকে আমরা সফলভাবে যেন মোকাবেলা করতে পারি।