সকাল নারায়ণগঞ্জঃ
প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের তহবিলে ত্রাণ সহায়তা ও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী ( পিপিই) প্রদান করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ সহায়তা জেলা প্রশাসক কার্যালয়ে পৌছালে দুপুরে জেলা প্রশাসক জসিম উদ্দিন শহরের মন্ডল পাড়া, খানপুর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া ভিক্ষুক, দিনমজুর, কর্মক্ষম, রিক্সাচালক ও ভ্যানগাড়ী চালকসহ খেটে খাওয়া মানুষের মাঝে চাল ,ডাল, তেল, পিয়াজ, আলু, সাবান সহ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রতিনিধি হিসেবে দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন উপস্থিত ছিলেন।