সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, আপনাদের ঘরে গিয়ে আমরা ত্রাণ দিয়ে আসব তবু্ও বের হয়েন না। আপনারা বাঁচলে আমরা বাঁচবো দয়া করে ঘরে থাকুন। আপনাদের জন্য আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। এই করোনা ভাইরাস মোকাবেলায় আপনারাও আমাদের সাহায্য করুন তার জন্য শুধু মাত্র ঘরে থাকতে হবে আপনাদের।
সেমবার ( ৩০ মার্চ ) বিকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শহীদ নগর এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইউএনও এসময় রিক্সাওয়ালা, দারোয়ান, দিনমজুর ও দিন আনে দিন খায় এমন মানুষদেরকে জিজ্ঞেস করে করে ত্রাণ দেন। এর আগে তিনি মাইকিং করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু, জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন।