সকাল নারায়ণগঞ্জঃ
প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন Orbit সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার (৩০ই মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ বাতানপাড়া (ক্যানেলপাড়) ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় Orbit সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ (রাসেল)’র উদ্যােগে এলাকায় বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ১৫০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পেয়াজ ও ১টি লাইফবয় সাবান সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে করোনা সংক্রমণ রোধে এলাকার বিভিন্ন রাস্তা ও বাড়ি ঘরের আশপাশে আঙ্গিনায় বিশুদ্ধকরণ জীনাণুনাশক স্প্রেও করেন তিনি ।
এসব খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের Orbit সমাজ কল্যাণ সংস্থার আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। আল্লাহতায়ালা এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রওশন আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নওয়াব আলী, হাজী মোঃ ওলি উল্লাহ, হাজী মোঃ শুক্কুর আলী, হাজী মোঃ মফিজুল হক, Orbit সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান খসরু, সহ-সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, মোঃ খলিলুর রহমান ও মোঃ রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।