সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সদর মডেল থানা প্রাঙ্গণে জীবাণুনাশক স্প্রে করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক)।
সোমবার(২৩ মার্চ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সদর মডেল থানায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
এর আগে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রধান করে দশ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয় এবং বিবিধ কর্মসূচী হাতে নেয়া হয়। কমিটি গঠন শেষে এক সংবাদ সম্মেলনে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান,করোনা মোকাবেলায় নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সিটি করপোরেশন পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি ১০ হাজার, স্টিকার বিতরণ করেছি ৫ হাজার, ফেস্টুন লাগিয়েছি বিভিন্ন জায়গায়। ওয়েবসাইটে ও ফেসবুকে আমরা প্রচারণা চালিয়েছি। ডেঙ্গু ও করোনা নিয়ে আমরা ১০ হাজার মানুষদের এসএমএস দিয়েছি। জনবহুল জায়গাগুলোতে যেমন- লঞ্চঘাট, শহীদ মিনার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা ক্লোরিন মিশ্রিত পানি ছিটানোর কার্যক্রম চলছে। করোনা ও ডেঙ্গু মোকাবেলার জন্য ওয়ার্ড পর্যায়ে আমরা সমন্বয় কমিটি গঠন করে দিয়েছি।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর মডেল থানার উদ্যোগে মাইকিং এবং পুলিশের জন্য দুইটি কোয়ারেন্টাইন কক্ষ খোলা হয়েছে।