সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ইতিমধ্যে ১৪ হাজার মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। করোনার আতঙ্কে আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দৈনন্দিন দাফতরিক কাজে কর্মীদের উপস্থিতি কমানোর উদ্যোগ নিয়েছে। একেবারে জরুরি না হলে তাদের বাসায় বসে কাজ করার পরামর্শ দিয়েছে বিসিবি।
রোববার বাংলাদেশ হকি ফেডারেশন ৩১ মার্চ পর্যন্ত তাদের কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে এই সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন এবং খেলা স্থগিত করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলমান করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন।