সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে প্রচার-প্রচারণা করছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মাইকিং করে করোনা ভাইরাসের লক্ষণ এবং প্রতিরোধের বিষয় সম্পর্কে জনসাধারণকে অবগত করা হচ্ছে।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের জন্য দুইটি কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন করা হয়েছে।
থানা ভবনের ছয় তলায় দুটি কোয়ারেন্টাইন কক্ষ খোলা হয়েছে এবং থানায় প্রবেশকারীদের জন্য জেলা পুলিশ সুপারের পরামর্শক্রমে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।