সকাল নারায়ণগঞ্জঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,ঔষধের তাপমাত্রা সঠিক পদ্ধতিতে না রাখা ও অতিরিক্ত মূল্য রাখার কারণে শহরের লার্জ ফার্মাসহ তিন ফার্মেসীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে শহরের শহীদ জিয়া হল মার্কেটের প্যানিসিয়া ফার্মেসীকে ১৫০০০/ টাকা,সিটি কর্পোরেশন মার্কেটের লার্জ ফার্মাকে ৪০০০০/ টাকা,মিশনপাড়া দেওয়ান ফার্মেসীকে ২০০০০/ টাকা জরিমানা করা হয়।ঔষধের তাপমাত্রা ঠিক রাখার যন্ত্র ডায়াল থার্মোমিটার ফ্রিজে লাগানোর জন্য ১ সপ্তাহের সময় বেধেঁ দেন নইলে আবারো দ্বিগুন জরিমানা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম, প্রসিকিউশন অফিসার শাহজাহান হাওলাদার,মোঃ আবুল বাশার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,ঔষধের মান ঠিক রাখার জন্য ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন অথচ কোনটাতেই মান নেই তাই ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়েছে।