1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জ জেলার মত অন্য জেলার পুলিশদের এত কষ্ট করতে হয় না- এসপি জায়েদুল আলম - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ জেলার মত অন্য জেলার পুলিশদের এত কষ্ট করতে হয় না- এসপি জায়েদুল আলম

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৫৯ Time View
নারায়ণগঞ্জ জেলার মত অন্য জেলার পুলিশদের এত কষ্ট করতে হয় না- এসপি জায়েদুল আলম (ছবি সকাল নারায়ানগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলার মত অন্য জেলার পুলিশদের এত কষ্ট করতে হয় না- এসপি জায়েদুল আলম (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

সততা ও দেশপ্রেম সাথে নিয়ে কাজ করতে চাই। আমি এসেছি দুই মাস হবে। কোথাও দেখিনি আমি, এই দুই মাসে আমার পুলিশ সদস্যরা কারো প্রতি অবহেলা করেছে বা জনগনের প্রতি অবিচার করেছে।

রবিবার(০১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম(বার) একথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি নারায়ণগঞ্জগঞ্জ জেলা পুলিশের প্রত্যেক সদ্যসের আত্মসম্মান বেড়ে গিয়েছে। তারা সবসময় কষ্ট করে। এর আগে আমি পার্শ্ববর্তী জেলায় সাড়ে তিন বছর কর্মরত ছিলাম।

নারায়ণগঞ্জ জেলার মত অন্য জেলার পুলিশদের এত কষ্ট করতে হয় না- এসপি জায়েদুল আলম (ছবি সকাল নারায়ানগঞ্জ)

কিন্তু নারায়ণগঞ্জ জেলা পুলিশের এত কষ্ট করতে হয়, আমার মনে হয় না সারা বাংলাদেশে আর কোনো পুলিশ ইউনিটের সদস্যদের এত কষ্ট হয়। ডিএমপিতেও দেখিনি এত কষ্ট করতে হয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জে স্থায়ী অস্থায়ী মিলিয়ে লোকের সংখ্যা প্রায় ৯০ লাখের মতো। আর পুলিশ মাত্র ২১শ। এই ২১শ পুলিশ সদস্য দিয়ে দিয়ে এত লোকের সেবা করা সত্যি দূরুহ। তারপরও সেটা করে যাচ্ছে। আমার মনে হয় আল্লাহর রহমত আর আপাদের জনপ্রতিনিধিদের সহায়তার কারণেই এটা সম্ভব হচ্ছে।

সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ রেখে পুলিশ সুপার বলেন, আমাদের খারাপ দিকটাই মানুষ বেশি প্রচার করে। আমি অনুরোধ জানাবো, সেই সাথে আমাদের কষ্টটাও দেখবেন। কষ্টটাও বলবেন। আমার পুলিশ সদস্যরা ঠিকমত ঘুমাতে পারে না। তারা দিনের মধ্যে মাত্র কয়েক ঘণ্টা ঘুমাতে পারেন। এই নারায়ণগঞ্জে আরও পুলিশ সদস্য বাড়ানো দরকার। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন আপনারাও সংসদে এই কথাটা বলবেন। তাহলেই আমরা পুলিশ সদস্য পাবো। অন্তত আরও দুই হাজার সদস্য যাতে পাই। তাহলে আরও বেশি করে আপনাদের সেবা দিতে পারবো।

এইসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL