1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জে,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন। - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জে,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) দলের আমীর আল্লামা মামুনুল হক এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনেই দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে ইসলামী দলটি। প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবেন রিক্সা প্রতীকে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)

এই আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি তারাবো বিশ্বরোডে অবস্থিত জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে রূপগঞ্জ থানার খেলাফত মজলিস সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)

এ আসনের রিক্সা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসা (জামিয়া ইব্রাহিমিয়া মাহমুদিয়া লিলবানাত)-এর মুহতামিম এবং নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)

সোনারগাঁও থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি একাধারে হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)

এই আসনে খেলাফত মজলিস মনোনয়ন দিয়েছে হাফেজ মাওলানা আবু সাঈদকে। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)

সদর-বন্দর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতের সহকারী আইন বিষয়ক সম্পাদক ও পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী মাঠ দখলে রাখতে। পোস্টার, ফেস্টুন, লিফলেট, নির্বাচনী প্রচারণা ও শোডাউনের মাধ্যমে সংগঠনটি মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ার উদ্যোগ নিয়েছে।

দলীয় সূত্র বলছে, প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয়, জনসম্পৃক্ত ও পরীক্ষিত নেতাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে প্রার্থীতালিকা। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই রিক্সা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ খেলাফত মজলিস।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL