সকাল নারায়ণগঞ্জঃ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল এক শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কলেজ সংশ্লিষ্টদের যে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে তা হৃদয়বিদারক ও গভীর বেদনার।”
তারা আরও বলেন, “গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, যেন আহতদের চিকিৎসা ও দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে মোকাবিলা করা হয়।”
নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছে। সংগঠনটি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।