সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৬ মে) মীর জুমলা সড়কে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মূল উদ্দেশ্য ছিল যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ সবজি বাজার ও দোকানপাট অপসারণ। মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা ও বাজার সরিয়ে ফেলা হয়।
এ সময় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর অধীনে ২টি পৃথক মামলায় সর্বমোট ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও, পার্কিং সমস্যা নিরসনে বিশেষ উদ্যোগ হিসেবে চাষাড়াস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও গ্র্যান্ড হলের কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর উভয় প্রতিষ্ঠান পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ ও ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপন করার বিষয়ে সম্মতি প্রদান করে। পপুলার কর্তৃপক্ষ ৪ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সম্মত হয় এবং গ্র্যান্ড হল কর্তৃপক্ষ ২ জন নিরাপত্তা কর্মী ও সাইনবোর্ড স্থাপন করবে।
জেলা প্রশাসনের এ কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।