সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের জন্য স্থানীয় সম্পদ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স ১৩ মে থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ কোর্সে মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি একইসাথে অনুষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এখন আমাদের জনগণের সেবা করার সুযোগ আছে কিন্তু সবসময় সেই সুযোগ থাকবে না। এজন্য আমাদের সকলকে সততার সাথে জনগণকে সেবা দিতে হবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়। এছাড়া, প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ মেধাতালিকার প্রথম তিনজন অংশগ্রহণকারীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের বাজেট পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্য পূরণ হয়েছে বলে সকল অংশগ্রহণকারী মত প্রকাশ করেন।