সকাল নারায়ণগঞ্জ :
“নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হয়ে যাওয়া ৪ মাসের মেয়ে বাচ্চা ৭ দিন পর র্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ সদর হতে উদ্ধার ও ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায় যে, বাদীনী পশ্চিম মাসদাইর ফারিয়া গার্মেন্টসে চাকুরী করেন এবং তার স্বামী মিশুক চালান। প্রতিদিন তার বড় মেয়ে মরিয়ম (১০) ও ছোট মেয়ে মাসকুরা বিন তিশা (০৪) মাস বাসায় একা রেখে দুইজনই কর্মস্থলে চলে যান। প্রতিদিন তার বড় মেয়ে সকাল অনুমান ১০ টার সময় তার ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্যে ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে আসে এবং তার মা বাচ্চাকে দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে যেত। প্রতিদিনের ন্যায় গত ৭ মে সকাল অনুমান ৯ টার সময় বাদীনী এবং তার স্বামী বাচ্চাদের বাসায় রেখে কর্মস্থলে চলিয়া যান। বেলা অনুমান সাড়ে ১০টার সময় তার বড় মেয়ে মরিয়াম ফারিয়া গার্মেন্টেস এর সামনে এসে জোরে কান্নাকাটি করতে থাকে। বাদীনী তার বড় মেয়েকে কান্নাকাটি করতে দেখে অনুমতি নিয়ে গার্মেন্টস থেকে বের হয়ে মেয়ের কাছে গেলে মেয়ে মরিয়ম জানায় ছোট মেয়ে মাসকুরা বিন তিশা কে কোলে করিয়া ফতুল্লা থানাধীন-পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টেস রোড গাইবান্ধা টেইলার্স এর সামনে আসলে ২ জন অজ্ঞাত মহিলা ছোট বোনকে কিছু কাপড় কিনে দিবে বলে তাকে পলিথিন আনতে বলে। সরল বিশ্বাসে ছোট মেয়েকে ০১ জন মহিলার কোলে দিয়ে নিকটবর্তী দোকানে পলিথিন আনতে যায়। অনুমান বেলা ১০টা ৩৮ মিনিটের সময় তার বড়ো মেয়ে আসিয়া দেখতে পায় যে, অজ্ঞাতনামা ২ জন মহিলা তার ছোট বোনকে নিয়ে সেখানে থেকে চলে গেছে।
এই অপহরণের ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্যে র্যাব-১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র্যাব-১১, সদর কোম্পানী ও পুলিশের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে বুধব (১৪ মে) রাত ৯টা ৫০ মিনিটের সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রসুলপুর শাহী মসজিদ ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ২জন আসামিকে গ্রেফতার ও তাদের হেফাজত হতে শিশু ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার অজিদমারি থানাধীন শায়পুকুর এলাকার মোঃ সায়েদ আলীর ছেলে আসাদুল (৩৫) ও তার স্ত্রী মোসাঃ মাহামুদা (৩০)।
গ্রেফতারকৃত আসামিদ্বয় এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃত শিশুসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।