সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আলোচিত পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”-এর অংশ হিসেবে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে মীর জুমলা সড়ক থেকে সকল অবৈধ দোকান ও স্থাপনা, সাইনবোর্ড ফুটওভার ব্রিজ ও তার আশেপাশে থেকে সকল অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও স্থাপনা অপসারণ ও উচ্ছেদ করা হয় এবং রাস্তায় যানজট সৃষ্টিকারী সকল যানবাহন সড়িয়ে ফেলা হয়।
এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটিএ সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসনের এই উদ্যোগ নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।