সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে দূরপাল্লার গ্রীন সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা থানার লাল মিয়ার ছেলে সাহেব আলী ওরফে রবিন (৩৬) ও ফজলু মৃধার ছেলে মো. সালমান (৩০)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুধবার সকালে বাসটি তল্লাশি করে সন্দেহভাজন দুই যাত্রীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে। পরে তাদের আমাদের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”