সকাল নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান অনুসারী নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ২নং রেলগেট এলাকা থেকে মিছিল শুরু হয়ে মিশনপাড়া হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে রাখবো না’—সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “বিগত খুনি সরকার দেশের বাইরে বসে এই দেশের শান্তিপ্রিয় মানুষের জানমালের ক্ষতির ষড়যন্ত্র করছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও জাকির খানের পক্ষে আমরা রাজপথে আছি এবং থাকবো।”
বক্তারা আরও বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো। কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এবং জাকির খানের নেতৃত্বে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম টুলু, মহানগর বিএনপি নেতা সলিমুল্লাহ্ করিম সেলিম, আমিনুল ইসলাম, ফরিদ আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক নূরে আলম হানিফ, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, মহানগর কৃষকদলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক লিয়ন, ফতুল্লা থানা শহীদ জিয়া পরিষদের সভাপতি নয়ন তালুকদার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিংরাজ খান এবং সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য ফাহিম আহমেদ প্রমুখ।