1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে সাখাওয়াত – টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির তাক লাগানো শোডাউন

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

সকাল নারায়ণগঞ্জ :

সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা।

র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অটিজম পরিবারের সদস্য ও সাধারণ জনগণ। 

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। জেলা প্রশাসক ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার তুলে দেন। উপকৃতদের মধ্যে ৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন ও ৪৮ বছর বয়সী মো. শাহজাহান জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাঁদের মতামত তুলে ধরেন। 

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাদের মধ্যেও অসাধারণ প্রতিভা রয়েছে, যা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানো সম্ভব।”

তিনি আরও বলেন, “সূর্যের যেমন তাপ না থাকলে তার মূল্য নেই, সাগরের যেমন ঢেউ না থাকলে সৌন্দর্য নেই, চিতার যেমন ক্ষিপ্রতা না থাকলে তা ভয়হীন—তেমনি মানবতাহীন মানবজীবনেরও কোন মূল্য নেই।”

এই আয়োজন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল মানবতা, সহানুভূতি ও সামাজিক অন্তর্ভুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়বে—এই আশা সবার।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL