সকাল নারায়ণগঞ্জ :
গত ২১ মার্চ মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন হাট বালিগাঁও সাকিনস্থ জনৈক নাঈম মোল্লার এর বসত বাড়িতে একটি ধর্ষণ এর ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম এর স্বামী বাদী হয়ে টংগিবাড়ী থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-১৮। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
প্রাথমিক অনুসন্ধানে এবং এজাহার পর্যালোচনায় জানা যায় যে, বাদী একজন দিনমজুর। সে এবং তার স্ত্রী অনুমান ২/৩ মাস যাবৎ মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন হাট বালিগাঁও সাকিনস্থ জনৈক নাঈম মোল্লার এর বসত বাড়িতে বসবাস করে আসছে। বাদী ও বিবাদী একই গ্রামে বসবাস করার সুবাদে পরস্পর পরিচিত। এরই প্রেক্ষিতে বিবাদী বিভিন্ন সময় বাদীর স্ত্রীকে আপত্তিকর কথা বার্তা বলে ও কু-প্রস্তাব দিয়ে আসছে। উক্ত বিষয়ে বাদীর স্ত্রী বাদীকে জানালে বাদী তার স্ত্রীকে বিবাদীর থেকে সর্তক থাকার জন্য বলে। বাদী গত ২১ মার্চ প্রতিদিনের ন্যায় দুপুর অনুমান ২টার সময় তার স্ত্রীকে বাসায় একা রেখে অন্যের জমিতে কাজ করার জন্য বের হয়। পরবর্তীতে বাদী একই দিনে বিকাল অনুমান ৫টার সময় তার ভাড়া বাসায় ফেরত আসলে বাদীর স্ত্রী জানান যে, বিবাদী মোঃ বাবু মোল্লা বাদীর ভাড়া বাসায় এসে বাদীর স্ত্রীর নাম ধরিয়া ডাকা-ডাকি করে। বাদীর স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরে দরজা খুললে বিবাদী বাদীর স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে বিকাল অনুমান ৪টা ৫ মিনিটের সময় টংগিবাড়ী থানাধীন হাট বালিগাঁও সাকিনস্থ জনৈক নাঈম মোল্লার বাড়ীর ভাড়াটিয়া বাসায় বাদীর স্ত্রীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করিয়া ঘরের মেঝেতে থাকা বিছানার উপর শুইয়ে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। বিবাদী মোঃ বাবু মোল্লা বাদীর স্ত্রীর হাতে ১০০ টাকার একটি নোট দিয়ে বাদীকে ঘটনার বিষয়ে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বাদী তার স্ত্রীর নিকট হতে ঘটনার বিস্তারিত শুনে গত ২২ মার্চ টংগিবাড়ী থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ বাবু মোল্লাকে ঢাকা জেলার কোতয়ালী থানাধীন রায় সাহেব বাজার এলাকা হতে সোমবার (১৪ এপ্রিল) রাত দেড়টার সময় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও র্যাব-২, সিপিএসসি বসিলা ক্যাম্প এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ বাবু মোল্লা (৩২), মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন হাট বালিগাও এলাকার মোঃ সামছু মোল্লার ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।