1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
৩১ দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গনহত্যার প্রতিবাদে জনসভা - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
না:গঞ্জ জেলা পুলিশের কঠোর নিরাপত্তায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন  নববর্ষ ১৪৩২ উপলক্ষে না:গঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা ধর্ষণ করে ১০০ টাকা দিয়ে চুপ থাকার হুমকি, র‍্যাব-১১ এর অভিযানে ধর্ষক গ্রেফতার রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ বাবুর্চি ও অটো রিকশা চালানোর আড়ালে  ডাকাতি, র‍্যাব-১১ এর অভিযানে গ্রেফতার  নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান” স্লোগানে না:গঞ্জ মহানগর বিএনপির বৈশাখী শোভাযাত্রা রূপগঞ্জে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় জড়িত ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ নারায়ণগঞ্জবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক  নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তায় প্রস্তুত ১৪৩২ বর্ষবরণ 

৩১ দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গনহত্যার প্রতিবাদে জনসভা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৮ Time View

সকাল নারায়ণগঞ্জ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও গনহত্যার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকার সোনালী সংসদ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। 

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. বারী ভূইয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন,  “বাংলাদেশকে পুনর্গঠন করতে ২০২৩ সালে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ২৩ দফা কর্মসূচি দেন। পরবর্তীতে ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন সবাই সংস্কারের দাবি তোলে। কিন্তু আপনি দেখবেন, তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে রাষ্ট্র মেরামতের সমস্ত কর্মসূচি রয়েছে। তারেক রহমান যা আগে ভাবেন, অন্যরা তা পরে দাবি করে।” 

তিনি আরও বলেন, “বিএনপি দেশের মানুষের কল্যাণের কথা ভাবে, কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় তা চিন্তা করে। বিএনপির জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে।”

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা আপনার ক্যাবিনেটে আছে, তাদের অনেকের লোভ থাকতে পারে। তারা আপনাকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইতে পারে। তবে আপনি সেই লোভে পা দিবেন না—এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি নির্বাচনের রোডম্যাপ দেবেন, আমরা সেই অনুযায়ী নির্বাচনে অংশ নেব।”

তিনি বলেন, “আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন দেখেছি তারা কতটা হিংস্র। মিথ্যা মামলা দিয়ে কীভাবে খালেদা জিয়াকে নয়তলা ভবনে ওঠানামা করিয়েছেন। অথচ তিনিই ড. ইউনুসকে সম্মান দিয়েছিলেন। তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ তিনিই করেছিলেন। আজ সেই ইউনুস রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন। আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই—আপনাকে যারা প্রস্তাব দিয়েছে, তারা ছিল অল্প; কিন্তু জনগণ আপনাকে সম্মান করেছে। শুধু শেখ হাসিনা ও তার দোসররাই এতে অখুশি হয়েছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস.এম. আসলাম, জি.এম. সাদরিল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল ইসলাম রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেম্বার এবং নাছির প্রধান প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL