সকাল নারায়ণগঞ্জ :
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল
বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান।
জেলা প্রশাসক কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।