সকাল নারায়ণগঞ্জ :
জাটকা নিধন ঠেকাতে অভিযান অব্যাহত থাকলেও নারায়ণগঞ্জ ৩নং মাছ বাজারে জাটকা ইলিশে সয়লাব হয়ে গেছে। প্রকাশ্যেই সমস্বরে ক্রেতাদের ডাকা হচ্ছে। এসব বাজার থেকে প্রশাসনের লোকজন আসা যাওয়া করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধা-নিষেধ ছাড়াই ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, জাটকা সংরক্ষণে সোমবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।