সকাল নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ১টি রিভলবার ম্যাগাজিনসহ আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ বাজার হতে মাছিমপুর গামী পাকা রাস্তার জনৈক তানভীরের পুকুরের দক্ষিণ পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকটি পালানোর চেষ্টাকালে অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার করে রুপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিশু বায়োজিদ (১৪) রুপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার এসআই (নিঃ) ফাহেয়াত উদ্দিন বিশ্বস্ত জানান, তিনি সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, একজন যুবক অস্ত্রসহ রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ বাজার হতে মাছিমপুর গামী পাকা রাস্তার জনৈক তানভীরের পুকুরের দক্ষিণ পাশে কয়েকজন যুবক গন্ধর্বপুরের দিকে যাচ্ছে। উক্ত অফিসার তাৎক্ষণিক রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লিয়াকত আলীকে অবহিত করে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তার সাথে থাকা পলাতক আসামি একই এলাকার মোঃ মোস্তাকিন (২১) এর নাম প্রকাশ করে।
আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বায়েজিদ (১৪) এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থায় ১টি রিভলবার, যা
কোনাকোনি লম্বা ৭ ইঞ্চি এবং
এক পাশে খোদাই করে পশুর মাথার লোগো দেওয়া আছে জব্দ করা হয়।
ধৃত বায়েজিদ (১৪)’কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, উক্ত অস্ত্রটি ২নং পলাতক আসামি মোস্তাকিন তাকে দিয়েছে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বায়েজিদ ও তার সহযোগী পলাতক আসামি মোস্তাকিন এর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A ধারার অপরাধ করেছে বলে তাদের নামে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।