সকাল নারায়ণগঞ্জ :
মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবের ব্রিফিং প্যারেড সম্পন্ন হয়েছে।”
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৪ টার দিকে বন্দর থানাধীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম স্নান ঘাট এর পাশে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবের ডিউটিতে নিয়োজিত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট এবং অন্যান্য জেলা থেকে আগত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডিউটিতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দ।