সকাল নারায়ণগঞ্জ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন শহীদের পরিবারের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়।
ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে চাল, লাচ্ছা সেমাই, সয়াবিন তেল, ডাল, লবন, নুডলস, গুড়া দুধের প্যাকেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল, আছে এবং থাকবে। জুলাই বিপ্লবে শহীদদের জাতি হাজার হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরও বলেন, আমাদের বীর সন্তানরা ১৯৫২ সালে ও ১৯৭১ সালে যেভাবে সাহসের সাথে লড়াই করেছিলেন, তারা একইভাবে ২০২৪ সালে জুলাই বিপ্লবে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধদের মতো আপনাদের যে বীর সন্তানরা শহীদ হয়েছেন, তাদের জাতি হাজার হাজার বছর ধরে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনাদের বীর সন্তানদের জন্য আপনারাও সারাজীবন গর্ব করতে পারবেন।