সকাল নারায়ণগঞ্জ :
রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার দুইজন ছাত্র তাদের হিফজ সম্পন্ন করে কুরআনের হাফেজ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
দুইজন হাফেজকে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মানী প্রদান করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ সময় তিনি নবীন হাফেজদের উৎসাহিত করে বলেন, “কুরআনের আলো ধারণকারীরা শুধু নিজেদের জন্যই নয়, বরং পুরো সমাজের জন্য আশীর্বাদস্বরূপ।” তিনি শিক্ষকদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কুরআনের হাফেজ তৈরির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এই অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের শিক্ষা মেনে চলার তাওফিক দান করুন।